বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া।

BIAM Laboratory School & College, Dupchanchia, Bogura.

News:
ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “শ্রী শ্রী কালী/শ্যামা পূজা” উপলক্ষে আগামী ১২/১১/২০২৩ খ্রি: রোজ: রবিবার বিদ্যালয়ে পাঠদানসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২০২৪ শিক্ষাবর্ষে প্লে-গ্রুপ হতে ৮ম এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। প্লে -গ্রুপ হতে পঞ্চম, ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ১৩/১১/২০২৩ খ্রি: রোজ: সোমবার থেকে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা” উপলক্ষে আগামী ২০ অক্টোবর ২০২৩ হতে ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে। দশম ও একাদশ শ্রেণির ০৫ অক্টোবর ২০২৩ খ্রি: তারিখের স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৪ অক্টোবর ২০২৩ খ্রি: রোজ শনিবার অনুষ্ঠিত হবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ০৮ অক্টোবর ২০২৩ খ্রি: রোজ রবিবার ক্লাস উদ্বোধন ও নবীন বরণ সকাল ১০: ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। খন্ডকালীন প্রভাষক ও প্রদর্শক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামীকাল ০৫ অক্টোবর ২০২৩ খ্রি: রোজ বৃহস্পতিবার দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত থাকবে।
সভাপতি মহোদয়ের বাণী
শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম। এসব স্মরণ রেখে এ প্রতিষ্ঠানের শুভযাত্রা। প্রচলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্যে বিয়াম ফাউন্ডেশন সুপ্রাচীন ঐতিহ্য মণ্ডিত পুন্ড্রনগরী ও আধুনিক শিল্প কেন্দ্র, বগুড়া থেকে মাত্র ২০ কিঃমিঃ পশ্চিমে দুপচাঁচিয়া উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্স-এ ২০০৭ সালে এ প্রতিষ্ঠানটি স্থাপন করে। সর্বোপরি প্রতিষ্ঠানটি আদর্শ মানুষ গড়ার অনন্য সাধনায় রত।

পরিচালনা পর্ষদের সুযোগ্য দিক নির্দেশনা ও পরিচালনা এবং শিক্ষক-কর্মচারিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান নিঃসন্দেহে উপজেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল আসন লাভ করতে সক্ষম হয়েছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ সাধন এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য পরিচালনা পর্ষদ এবং স্কুল ও কলেজের শিক্ষকমন্ডলি সদা সচেষ্ট। আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বস্ত ও মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।