বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া।
BIAM Laboratory School & College, Dupchanchia, Bogura.
News:
সভাপতি মহোদয়ের বাণী
শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম। এসব স্মরণ রেখে এ প্রতিষ্ঠানের শুভযাত্রা। প্রচলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্যে বিয়াম ফাউন্ডেশন সুপ্রাচীন ঐতিহ্য মণ্ডিত পুন্ড্রনগরী ও আধুনিক শিল্প কেন্দ্র, বগুড়া থেকে মাত্র ২০ কিঃমিঃ পশ্চিমে দুপচাঁচিয়া উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্স-এ ২০০৭ সালে এ প্রতিষ্ঠানটি স্থাপন করে। সর্বোপরি প্রতিষ্ঠানটি আদর্শ মানুষ গড়ার অনন্য সাধনায় রত।
পরিচালনা পর্ষদের সুযোগ্য দিক নির্দেশনা ও পরিচালনা এবং শিক্ষক-কর্মচারিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান নিঃসন্দেহে উপজেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল আসন লাভ করতে সক্ষম হয়েছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ সাধন এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য পরিচালনা পর্ষদ এবং স্কুল ও কলেজের শিক্ষকমন্ডলি সদা সচেষ্ট। আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বস্ত ও মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।